নিউজ ডেস্ক: প্রয়াত স্টিল ম্যান অফ ইন্ডিয়া। যিনি টাটা স্টিলকে দিয়েছিলেন নতুন গতি। ব্যবসার পরিসরকে নিজের কাঁধে করে তুলে নিয়ে গিয়েছিলেন এক চূড়ান্ত উচ্চতায়। টাটা স্টিলের এমডি (ম্যানেজিং ডিরেক্টর) থাকাকালীন বারবার কোম্পানিকে দেখিয়েছিলেন মুনাফার মুখ। ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জে ইরানি।
টাটা স্টিলের তরফে টুইট করে জানানো হয়, ৩১ অক্টোবর ২০২২ সোমবার গভীর রাতে জামশেদপুরে টাটার হাসপাতালে প্রয়াত হন ডঃ জামশেদ জে ইরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছেন তিন সন্তান। ইরানি ২০১১ সালের জুন মাসে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন। ৪৩ বছরের টাটা স্টিলের ক্যারিয়ারে কোম্পানিকে বহু আন্তর্জাতিক সম্মান এনে দিতে সক্ষম হয়েছিলেন পদ্মভূষণ ডঃ জামশেদ জে ইরানি।
তাঁর জন্ম:
তিনি ২ জুন, ১৯৩৬ সালে জন্মগ্রহন করেন। তিনি তাঁর মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করেন মেটালার্জিতে ১৯৬০ সালে। এর ওই বিষয়েই তিনি শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। সেটা ছিল ১৯৬৩ সালে। তিনি ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসসিয়েশনে যোগদান করেন ১৯৬৩ সালে। এরপরে তিনি টাটাব স্টিলে যোগদান করেন। সেখান থেকে তিনি অবসর নেন ২০০৭ সালে। তখন তিনি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন।
কেরিয়ার:
জামশেদ জে ইরানি তাঁর কেরিয়ারের শুরুতে তিনি বিদেশে কাজ করলেও ভারতে ফায়ার আস্তে খুব একটা দেরি করেননি। দেশে ফিরে এসেই টিসকো যা বর্তমানে টাটা স্টিল নামে পরিচিত সেখানে যোগদান করেন। ১৯৬৮ সালে তিনি অ্যাসিস্টেন্ট অফ দ্য ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট হিসাবে কাজ করতেন। ১৯৭৮ সালে তাঁর দায়িত্ব আরও বেড়ে যায়। নয়া পদ পান। জেলারেল সুপারিনটেনডেন্ট পদ পান ১৯৭৮ সালে। জেনারেল ম্যানেজার হন ১৯৮৫ সালে। ম্যানেজিং ডিরেক্টর হন ১৯৯২ সালে। ডিরেক্টর হন ১৯৯৮ সালে। টাটা স্টিল থেকে অবসর নেন ২০০১ সালে।
কেরিয়ারের মাইলস্টোন:
টাটা গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন বোর্ডে কাজ করেছেন জামশেদ জে ইরানি। ২০০৭ সালেই তিনি পদ্মভূষণ সম্মান পান। তিনি তাঁর ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করেছিলেন নাগপুর থেকে ১৯৫৬ সালে। মাস্টার অফ সায়েন্স ডিগ্রি পাস করেন জিওলজিতে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে।
Leave a Reply