আমেরিকার মাটিতে জাপানের প্রতিশোধের ৮১ বছর

নিউজ ডেস্ক : ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। সকাল ৭:৪৮। হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক হামলার প্রতিশোধ নেয় জাপান। মার্কিন নৌবাহিনীর পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে জাপানি ফাইটার জাহাজ। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট বোমা বর্ষণ করে জাপান। মৃত্যু হয় ২,৫০০ আমেরিকান সৈন্যের। এই ঘটনা ইতিহাসের পাতায় পার্ল হারবার আক্রমণ নামে পরিচিত।

১৯৪১ সালের সেপ্টেম্বর মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা করে আমেরিকা। এই পারমাণবিক বোমা হামলায় প্রায় ১.৫ লক্ষ মানুষ মারা যায় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার ঠিক দুমাসের মাথায় পাল্টা প্রতিশোধ নেয় জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিই ছিল আমেরিকার মাটিতে প্রথম আক্রমণ। তাও আবার জাপানের পক্ষ থেকে এই আক্রমণ হওয়ায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব।

৮১ বছর আগের ৭ ই ডিসেম্বর, মার্কিন নৌবাহিনীর ঘাঁটির জ্বালানি ট্যাঙ্কগুলিকে লক্ষ্য করে হামলা চালায় জাপান। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের বোমা বর্ষণে ৮ টি যুদ্ধজাহাজ, ১১২ টি নৌকা এবং ১৬৪ টি যুদ্ধবিমান ধ্বংস হয়। ১১৭৮ জন আমেরিকান সৈন্য আহত হয়। শতাধিক জাপানি সেনারও মৃত্যু হয় এই পার্ল হারবার হামলায়। আন্তর্জাতিক মহলে পুরো বিশ্বযুদ্ধের রূপরেখা এবং জাপানের ছবি পাল্টে দিয়েছিল এই হামলা।

আরও পড়ুন : দিল্লি জয় করে কাকে ‘আই লাভ ইউ টু’ বললেন কেজরিওয়াল?