Jeet: ছেলে রোনাভের ছবি বিশেষ দিনে ভক্তের সঙ্গে ভাগ করে নিলেন জিৎ

ইউ এন লাইভ নিউজ: আজকের দিনটি অর্থাৎ ১৪ জুন টলিউডের ‘বস’, সুপারস্টার জিতের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পর্দায় ও বাস্তব জীবনে ঠিক এই তারিখেই ঘটেছিল এমন ঘটনা যা বদলে দিয়েছিলে জিতের জীবন। ঠিক সেই কারণে এইদিনেই প্রথমবার ছেলের সঙ্গে ভক্তদের আলাপ করিয়ে দিলেন জিৎ। ছেলের নাম রেখেছেন রোনাভ।

প্রথমবার স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা এবং পরিবারের সকলের সঙ্গে ছেলে ‘রোভান’-র ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করলেন জিৎ। কিন্তু ছেলের সঙ্গে আলাপ করানোর জন্য কেন এই দিনটাকেই বেছে নিলেন সুপারস্টার জিৎ?

২২ বছর আগে ঠিক এই দিনেই অর্থাৎ ২০০২ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিল জিতের প্রথম বাংলা ছবি ‘সাথী’। টলিউড পেয়েছিল নতুন এক সুপারস্টারকে। পাশাপাশি সাধারণ ছেলে জিৎ হয়ে উঠেছিলেন ‘হিরো’। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় ১০ কোটি। বছরটা আলাদা হলেও এই দিনেই ব্যক্তিগত জীবনেও নিজের ‘সঙ্গী’ খুঁজে পেয়েছিলেন জিৎ।

সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছেন, ‘১৪ জুন তারিখটি আমার জীবনে দুটো গুরুত্বপূর্ণ কারণে আমি উদযাপন করি, ২০০২ সালে এই দিনেই মুক্তি পেয়েছিল ‘সাথী’, অগুণতি মানুষের মনে আমি নিজের জায়গা করতে পেরেছিলাম। অন্যদিকে ২০০৯-এ ঠিক এই দিনেই আমার সঙ্গে প্রথম দেখা হয় আমার সারা জীবনের সাথী মোহনার এবং তারপর বদলে যায় আমার জীবন।’ এই কারণে আজও এই দিনটি নিজের মতো করে উদযাপন করেন বাংলার সুপারস্টার। তাই এই বিশেষ দিনেই ছেলের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিলেন তিনি।

এই দিনটার জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীদের, অসংখ্য সহ শিল্পী, কলাকুশলীদের, তাঁর পরিচালক ও প্রযোজক এবং সর্বোপরি বাংলা ছবির দর্শকদের। বর্তমানে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে তাঁর নতুন ছবি ‘বুমেরাং’। দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়ে বহু বছর পর জিতের কোনও ছবি জায়গা করে নিয়েছে নন্দন এবং রাধা স্টুডিও-র মতো প্রেক্ষাগৃহে। এদিন তাই সেই ছবি সকলকে দেখার জন্য অনুরোধ জানালেন জিৎ।