ইউ এন লাইভ নিউজ: ঝাড়খণ্ডের অরণ্যে হেমন্ত ঝড় । পাঁচ বছর পর আর এক বিধানসভা ভোটের ফল বলে দিল, ভোটের অঙ্ক কষায় কোনও ভুল ছিল না। হেমন্ত সোরেনের ‘প্রত্যাবর্তন’ দেখল ঝাড়খণ্ড। ঘটনাচক্রে, হেমন্তকালেই। আড়াই দশকের পুরনো পূর্ব ভারতের আদিবাসীপ্রধান রাজ্যে এই প্রথম বার কোনও বিদায়ী মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরতে চলেছেন। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৪১টি আসন। সহযোগী কংগ্রেস, আরজেডি এবং বামদল সিপিআইএমএল কে সঙ্গে নিয়ে ৫২ ছুঁয়ে ফেলেছেন হেমন্ত। ৪৩টি কেন্দ্রে লড়ে ৩৩টিতে জিতে পরবর্তী বিধানসভায় বৃহত্তম দল হতে চলেছে জেএমএম। সহযোগী কংগ্রেস ৩০টিতে লড়ে ১৭, আরজেডি সাতটিতে লড়ে পাঁচ এবং সিপিআইএমএল চারটিতে লড়ে দু’টিতে জিততে চলেছে। ৬৮টি আসনে লড়ে বিজেপির ঝুলিতে আসতে পারে মাত্র ২০টি! ২০১৯ সালের তুলনায় আসন এবং ভোট দুই কমছে পদ্মশিবিরের।
Leave a Reply