ইডির ডাকে সাড়া দিয়ে দীর্ঘ জেরার মুখে হেমন্ত

নিউজ ডেস্ক : বহু টালবাহানার পর অবশেষে ইডির ডাকে সাড়া দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে রাঁচির ইডি অফিসে পৌঁছান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জেরার মুখোমুখি হওয়ার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ইডিকে চিঠি লিখেছেন হেমন্ত সোরেন। বর্তমানে সাড়ে ৭ ঘন্টা ধরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পাথর খাদানের আর্থিক দুর্নীতি মামলায় ইডির পক্ষ থেকে জেরা করা হচ্ছে তাঁকে।

চিঠির মাধ্যমে ইডিকে হেমন্ত সোরেন জানিয়েছেন, যে রাজ্যেই প্রাকৃতিক সম্পদের উৎস রয়েছে সেখানেই অবৈধ খাদানের ‘অভিশাপ’ থাকে। ঝাড়খণ্ড তার ব্যতিক্রম নয়। কিন্তু যেখানে, গোটা ঝাড়খণ্ডের পাথর খাদান থেকে মোট রয়্যালটি আয় হয় ৭৫০ কোটি টাকার। সেখানে কীভাবে ইডি বলতে পারে যে ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে? আমি অবাক যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতবড় অভিযোগ এত হালকাভাবে কী করে কেউ আনতে পারে!

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি অফিসে যাওয়ার আগে জানিয়েছেন, ঝাড়খণ্ড সরকার ভাঙার ষড়যন্ত্র চলছে। আমি নির্দোষ। ইডি বিজেপির সাজানো অভিযোগ নিয়ে তদন্ত করছে। একজন মুখ্যমন্ত্রীকে ডাকার আগে তাদের উচিত ছিল বিস্তারিত খোঁজখবর নেওয়ার। আমি একজন মুখ্যমন্ত্রী। আমি সাংবিধানিক পদে রয়েছি। তবে যেভাবে আমাকে সমন করা হয়েছে, মনে হচ্ছে, আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি যেন। আমার তো মনে হয়, ব্যবসায়ী ছাড়া কোনও রাজনৈতিক নেতা দেশ ছেড়ে পালাননি।

আরও পড়ুন : বিজেপির ছক বানচাল করতে আম আদমি পার্টির নতুন কৌশল, জানেন কি?