Jhulan Goswami: আমূলের হোর্ডিংয়ের সুরে ” তুমহে নেহি ভুল পায়েঙ্গে” আমেজে শহরে চাকদা এক্সপ্রেস

স্পোর্টস ডেস্ক: সপ্তাহের শুরুর সকালে এয়ারপোর্ট চত্বর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। চারিদিকে ছেয়ে থাকা পুজোর হোডিংয়ের মাঝে উঁকি মারছে একটা হোডিং। হোডিংয়ে লেখা “তুমহে নেহি ভুল পায়েঙ্গে”। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘর ওয়াপসি হয়ে গেল ঝুলনের। দেবীপক্ষের প্রথম দিনে সাত সকালেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়া। ছিলেন সিএবি-র অন্য সদস্যরা। ফুল পাপড়ি, ফুলের তোড়ায় স্বাগত জানানো হয় বাংলার মেয়েকে।

বিমানবন্দরে দাঁড়িয়েই ঝুলন বলেন,“প্রতিটি খেলোয়াড়কেই একদিন না একদিন অবসর নিতে হয়। জীবনের প্রথম এবং শেষ ম্যাচ আমার কাছে স্মরণীয় হয়ে তো থাকবেই, তবে ২০১৭ সালে বিশ্বকাপ আমার জীবনে উল্লেখযোগ্য টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম।”

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন,“ঝুলন একজন কিংবদন্তি ক্রিকেটার। ঝলমলে ক্রিকেট কেরিয়ারকে পিছনে ফেলে তাঁর অবসর গ্রহণ। আমরা ওঁকে কোথায় সংবর্ধিত করব, তা এখনও ঠিক করিনি। তবে খুব শীঘ্রই সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করব। তারপরেই সিএবি-র তরফ থেকে ওঁকে সংবর্ধনা দেওয়া হবে।” রাজ্য সরকারের ভাবনাতেও রয়েছে এমন সংবর্ধনার কথা।

ঝুলন গোস্বামী। সকলের প্রিয় ঝুলুদি। সোনায় মোড়া কেরিয়ার। একঝাঁক রেকর্ড। আবেগের শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। ঝুলন গোস্বামী সংবর্ধনা-শুভেচ্ছা জ্ঞাপনের জোয়ারে গা ভাসিয়েছে সতীর্থ থেকে ভক্তরা। আর হাজারও শুভেচ্ছার মাঝে নজর কেড়ে নিয়েছে আমূল কোম্পানির হোডিং।

ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়াম, বাঁ দিকে ভারতীয় জার্সি পড়ে দাঁড়িয়ে আছেন ঝুলন। তাঁকে জড়িয়ে ধরে আছে আমূলের সেই আটারি-বাটারি বাচ্ছা মেয়েটি। ডানদিকে হিন্দিতে লেখা,“ঝুলন তুমহে নেহি ভুলান পায়েঙ্গে (Jhulan tumhe nahin bhulan payenge)” ছবির ডানদিকে নিচে ইংরেজিতে লেখা হ্যাভ এ বল।” বহু পরিচিত সেই বিখ্যাত স্টাইলের ইলাস্ট্রেশন। পুজোর হোডিংয়ের মাঝে ছেয়ে আছে আমুলের এই হোডিং।

চারিদিকে শোনা যাচ্ছে এবার চাকদা এক্সপ্রেস দৌঁড়াবে মেয়েদের আইপিএলে। নিশ্চয়তা নেই। আপাতত বিশ্রাম। নতুন ইনিংসের অপেক্ষায় আপামোর বিশ্ববাসী। যাতায়াতের সময়ে হয়তো হোডিংয়ে চোখ পড়েছিল সকলের প্রিয় ঝুলুদির। তবে হয়তো সবচেয়ে বেশি নজর কেড়েছে ট্রেন্ডি বিজ্ঞাপনের নিচের দিকে লেখাটি। ঝুলন – “হ্যাভ এ বল”।