ইউ এন লাইভ নিউজ: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পর ক্ষুব্ধ হয়ে আছে একগোষ্ঠী জনগণ। নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। বিরোধী দল সিপিএম-বিজেপির বিরুদ্ধে চাকরি কেড়ে নেওয়ার যে অভিযোগ তারা আগেই তুলেছে সেই দাবিই আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে শুনতে হল, ”আপনি চাকরি খাচ্ছেন!” যদিও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি বিকাশ।
মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ। এদিন তিনি শুনানি শেষের পর এজলাসে থেকে বেরনোর পরই বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে ঘিরে ধরে ‘আপনি চাকরি খাচ্ছেন’ বলে প্রতিবাদ জানাতে থাকে চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবি, বিকাশ ভট্টাচার্যের কারণেই অনেকে চাকরি হারিয়েছেন। তাঁকে ঘিরে স্লোগানও দেওয়া হয়। যদিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়েও দেন তারা।
গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি! দলের তরুণ নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে কিন্তু তাঁকে আইনজীবী হিসেবে সম্মান করি। চাকরি চুরি করল এসএসসি এবং সরকার। চুরির প্রমাণ পেয়েই হাইকোর্ট চাকরি বাতিল করল। একজন আইনজীবীকে ঘিরে বিক্ষোভের কারণ কী?”
Leave a Reply