দুবছর পর উত্তর প্রদেশের জেল থেকে ছাড়া পেলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান

নিউজ ডেস্ক: সাংবাদিকতা করার জন্য জেলে থাকতে হয়েছে দুবছর। হাতরাসের ধর্ষণের ঘটনা কভার করতে যাওয়ার পথে তাঁকে আটক করে উত্তরপ্রদেশে পুলিশ। বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলেন সাংবাদিক সিদ্দির কাপ্পান। কেরলের বাসিন্দা সিদ্দির কাপ্পান একটি মালওয়ালি সংবাদমাধ্যমর দিল্লির সংবাদদাতা।

সিদ্দির দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-র ধারায় মামলা করে জামিন আটকে দেওয়া হয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করে কয়েক মাস আগে তাঁর জামিন মঞ্জুর হয়। কিন্তু নিয়মের ফাঁসে আটকে ছিল জেল থেকে মুক্তি।

বৃহস্পতিবার জেল থেকে বেরিয়ে সিদ্দির বলেন, ‘আমি আমার লড়াই চালিয়ে যাব। জামিন পাওয়ার পরও আমাকে জেলে আটকে রাখা হয়েছিল। আমাকে এভাবে জেলে আটকে রেখে কাদের লাভ হল আমি জানি না। এই দু বছর ছিল আমার জীবনের কঠিন সময়। কিন্তু আমি কখনই ভয় পাইনি।’

২০২০ অক্টোবরে কাপ্পানকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। দেশদ্রোহিতার ধায়ার তাঁর বিরুদ্ধে মামলা করে উত্তরপ্রদেশ সরকার।  বার বার তিনি জামিনের আবেদন করলেও, যোগী সরকার তার বিরোধীতা করে। এরপর ইডি তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা করে। ইডির অভিযোগ, নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সিদ্দিকের যোগাযোগ আছে। ওই সংগঠনের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে তারা। গতকাল ইডির মামলাতেও জামিন সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হন সিদ্দিক।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *