নিউজ ডেস্ক: এক সাংবাদিককে গাছে বেঁধে বেধড়ক মারের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। হোসাঙ্গাবাদ জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় ছয় জনকে আটক করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
নির্যাতিত সাংবাদিক প্রকাশ যাদব কর্মসূত্রে একটি টিভি চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে জড়িত। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, চলতি বছরের পয়লা জানুয়ারি স্থানীয় এক বাসিন্দা নারায়ণ যাদবের সঙ্গে তাঁর একটি বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল।
বিজেপি নেতা নরেন্দ্র যাদব তখনই তাঁকে হুমকি দিয়েছিলেন, পরিণাম ভাল হবে না বলে। গত ২৫ জানুয়ারি মানাগাঁও থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে ফেরার সময় কোটাগাঁওয়ে নারায়ণ যাদব, তাঁর ভাই নরেন্দ্র যাদব, ওমপ্রকাশ সহ বেশ কয়েকজন মোটরবাইক আটক করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তখন ওই সাংবাদিক প্রতিবাদ করায়, তাঁর উপর শারীরিক নির্যতন করা হয়।
প্রকাশ বলেন, ‘নরেন্দ্র যাদব ও ওমপ্রকাশ আমার উপরে চড়াও হয়। গাছে বেঁধে চড়-থাপ্পড় মারতে থাকে। বেশ খানিকক্ষণ ধরে চলে শারীরিক নির্যাতন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।’
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও প্রথমে পুলিশ কোনও ব্যবস্থা নিতে চায়নি। শেষ পর্যন্ত প্রচণ্ড চাপের মুখে পড়ে ছয়জনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
Leave a Reply