নিউজ ডেস্ক: ‘বাংলায় মাত্রা ছাড়া দুর্নীতি, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারীরা বিপন্ন। এসব নিয়ে কিছু বললেই রেগে যাচ্ছেন দিদি।’ এর পরেই নদীয়ার সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রকে সাবধান করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘দিদি কথায় কথায় রেগে যাবেন না। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
এদিনের সভা থেকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, তৃণমূল সব সময় মোদি সরকারকে আক্রমণ করে। কিন্তু মোদি সরকার হল দুর্নীতিমুক্ত সরকার। আর তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনায় অনিয়ম, গরিব মানুষের একশো দিনের কাজের টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে গরিব, দলিত, শোষিত, বঞ্চিতদের পাশে থাকে মোদি সরকার।
কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে বিজেপি নেতা জেপি নাড্ডা বলেন, তৃণমূলের বিকল্প বিজেপি। পঞ্চায়েত কিংবা লোকসভা, যে নির্বাচনই হোক না কেন জোড়াফুলের পরিবর্তে পদ্ম ফুলে ছাপ দিতে হবে। একানেই থামেননি তিনি। তিনি বলেন, আমরা বংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়, সিপিএমের জমানাও দেখেছি। তৃণমূল জমানাও দেখছি।
এদিন বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, শুভেন্দুজিকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে রাজ্য সরকার। বিচারপতির অভিযোগ খারিজ করে দিলে তাঁর বিরুদ্ধেও নেমে পড়ছে তৃণমূল। আদালতের বিরোধিতা করছে তারা।
Leave a Reply