নিয়োগ দুর্নীতিতে ‘ধেড়ে ইঁদুর বেরোবে’ বলে কটাক্ষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্ভীক হওয়ার নির্দেশ দিয়ে বলেন, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য ঘিরে বিতর্কও কম হয়নি। এদিন কলকাতা হাইকোর্টে নবম ও দশম শ্রেণীতে ভুয়ো নিয়োগের মামলা চলছিল। সেখানেই তিনি স্কুলসার্ভিস কমিশনকে নির্দেশ দেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে। কারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাঁরা কোন স্কুলে কর্মরত, জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে এসএসসি।

আরও পড়ুন: নতুন বছরের প্রথমেই কি হাতে আসবে বকেয়া ডিএ! তোড়জোড় অর্থ দফতরে

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আগামী ৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন। গাজিয়াবাদ এবং এসএসসির দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর শিট-এর যে নমুনা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। এসএসসির উদ্দেশে বিচারপতির মন্তব্য, ‘‘কোনও রকম ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।’’