jjunior doctors

Junior Doctors: ১০ দফা দাবি নিয়ে ‘গণস্বাক্ষর সংগ্রহে’ জুনিয়র চিকিৎসকেরা, এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে ধর্মতলার অনশনমঞ্চ থেকে

ইউ এন লাইভ নিউজ: জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির বিষয়ে নিজেদের মতামত জানিয়ে স্বাক্ষর করতে পারবেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ধর্মতলার চার প্রান্তের চারটি জায়গায় ১০ দফা দাবির বিষয়ে নিজেদের মতামত জানিয়ে স্বাক্ষর করতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে ধর্মতলার অনশনমঞ্চ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। নিজেদের দাবির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতেই এই সিদ্ধান্ত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরিফ আহমেদ লস্কর নামে এক আন্দোলনকারীর কথায়, “অনেক সাধারণ মানুষ ধর্মতলায় এলেও সরাসরি প্রতিবাদী বা অনশনকারীদের সঙ্গে কথা বলতে পারছেন না। কিন্তু আমরা তাঁদের কথা শুনতে চাই। তাই সাধারণ মানুষ যাঁরা আসছেন, তাঁরা তাঁদের মতামত আমাদের জানিয়ে স্বাক্ষর করতে পারবেন।” এখনও পর্যন্ত ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় ‘আমরণ অনশন’ চালাচ্ছেন সাত জন জুনিয়র ডাক্তার। এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ‘আমরণ অনশন’ চালাচ্ছেন এক জুনিয়র ডাক্তার। বৃহস্পতিবার ধর্মতলায় বসা সাত জন জুনিয়র ডাক্তারের অনশনের ত্রয়োদশতম দিন। এবং শিলিগুড়ির অনশনমঞ্চের একাদশতম দিন। অনশনে থাকতে থাকতে সকলেই কমবেশি দুর্বল হয়ে পড়েছেন। রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী মঙ্গলবারই ধর্মতলার অনশনমঞ্চে যোগ দিয়েছেন।

জুনিয়র ডাক্তারদের সূত্রে জানা গিয়েছে, এই ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচি ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে। এ বার তা শুরু হতে চলেছে কলকাতা থেকেও। ধর্মতলার অনশনমঞ্চ থেকে তো বটেই বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকেও জুনিয়র ডাক্তারেরা গণস্বাক্ষর সংগ্রহে বেরোবেন বলে জানা গিয়েছে।

About Anannya Chakraborty

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *