প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত টেট পরীক্ষা নিয়ে এবার সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলা চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, টেট হওয়ার পর কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভালো হচ্ছে। এর আগে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে জানিয়ে ছিলেন, পরীক্ষা দিয়ে তাঁরা সন্তুষ্ট।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয় রাজ্য। গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই টেটের দিন ঘোষণা করেছিলেন। তবে সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়াই ছিল পর্ষদের কাছ সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল পর্ষদ। পরীক্ষার্থীদের বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয় যাচাই, হাতে ধরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারির মতো একগুচ্ছ পদক্ষেপ নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চালু করা হয় কন্ট্রোল রুমও। দুর্নীতি আটকাতে পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অসুখেই মারা গেছে লালন, বিতর্কিত মন্তব্য অখিলের

বহুদিন ধরেই টেট ও এসএসসিতে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠছিল। পরে তার জল গড়ায় আদালত পর্যন্ত। গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উপদেষ্টা কমিটির সদস্য এস পি সিনহা, অশোক সাহা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। তারপরে পর্ষদের কাছে কর্যত চ্যালেঞ্জ ছিল টেট পরীক্ষা নেওয়া।