নিউজ ডেস্ক: এবার ডিআইকে ধমক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কলকাতার মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আশা শ্রীবাস্তব প্রায় তিন বছর ধরে তাঁর প্রাপ্য টাকা পাচ্ছিলেন না। দীর্ঘদিন সরকারের কাছে আবেদন করেও কাজ হচ্ছিল না। মঙ্গলবার সেই মামলার শুনানির সময়, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দেন। তিনি বলেন, ‘শ্মশান বাদ দিয়ে আর যেখানেই থাকুক সংশ্লিষ্ট ওই সরকারি কর্মচারী, তাঁকে আদালতে হাজির করুন আজ দুপুরের মধ্যে।’
কলকাতার মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আশা শ্রীবাস্তব অবসর নেন ১ অক্টোবর, ২০২০। ২০১৯ সালে প্রাপ্য এরিয়ার পাওয়ার জন্য আবেদন করেন তিনি। টাকার অঙ্কে যা প্রায় দেড় লক্ষের কাছকাছি। আবেদন করার একবছর পরে অবসর গ্রহণ করেন আশা শ্রীবাস্তব।
আরও পড়ুন: শূন্য পেয়েও ৪৩! গ্রুপ-ডির উত্তরপত্র প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
তাঁর দাবি, দফতরে দফতরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লেও তাঁর প্রাপ্য টাকা আদায় হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, টাকা দিতে হবে যত শীঘ্র সম্ভব। কলকাতার ডিআই-কেও তিনি ডেকে পাঠান আদালতে। ডিআই এসে এদিন জানান, টাকা পেয়েছেন শিক্ষিকা। অর্থাৎ নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই কাজ হয়েছে।
Leave a Reply