মিলে গেল ভবিষ্যৎবানী, কুণালকে প্রণাম জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: মিলে গেল কুণাল ঘোষের ভবিষ্যৎবানী। আর তাই তাঁকে প্রণাম জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরানোর যে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ।

এদিন কুণাল ঘোষ বলেন, ”সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের রায়কে স্বাগত। বিচার ব্যবস্থার প্রতি, সমস্ত বিচারপতির প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আমরা খুবই সম্মান করি। কিন্তু তিনি যেভাবে বিচারব্যবস্থার মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক উইশলিস্ট চরিতার্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন,  সেটা অনভিপ্রেত। সেটুকুর প্রতিবাদ করেছি আমরা। সেটা আইনি পথেই সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং তার রায় বেরিয়েছে। এছাড়া কেউ যদি কোনও অন্যায় করে থাকেন, তাহলে তাঁর শাস্তি হবেই। আইনি প্রক্রিয়া মেনেই তা হবে। কিন্তু তার আগেই যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তাতে আপত্তি থাকবে আমাদের।”

এদিকে সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে জমা পড়া কপিটি তলব করেন হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে। যে কপিটির ভিত্তিতে তাঁকে মামলা থেকে সরানো হল সেই কপিটি না দেখা পর্যন্ত তিনি আদালত থেকে যাবেন না।