নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি নিয়ে নয়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৮ই মে এসএসসির সার্ভার রুম বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করেছিল এসএসসি। অবশেষে কমিশনের আর্জি মঞ্জুর করে পুনরায় সার্ভার রুম ফিরিয়ে দেওয়া হল এসএসসির হাতে। স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে থাকবে সার্ভার রুম। সমস্ত নিয়ম মেনে এসএসসির হাতে সার্ভার রুম তুলে দিতে চলেছে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এসএসসির চেয়ারম্যান শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে সার্ভার রুম ফিরিয়ে দেওয়া হবে।
২০২২ সালের ১৮ই মে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমবারের জন্য জেরা করে সিবিআই। সেই সময় বেশ কিছু মামলাকারী আশঙ্কা প্রকাশ করেন, এসএসসি ভবনের সার্ভার রুম বা ডেটা রুম থেকে তথ্য গায়েব হয়ে যেতে পারে। সফটওয়্যারে কারসাজি করে আবার কোনো তথ্যকে বদলানো হতে পারে।
আরও পড়ুন: প্যাকেজ ট্যুর, এবার ভ্রমণ পিপাসুদের পাশে রাজ্য পরিবহণ দফতর
এরপর সেই রাতেই তারা আদালতের দ্বারস্থ হন। নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাদের দাবি ছিল ডেটা রুমকে এখনই সিল করে দেওয়া উচিত। না হলে নথি নষ্ট হয়ে যেতে পারে। সেই রাতেই শুনানি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিচারপতির নির্দেশে এসএসসি ভবন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: সু্প্রিম কোর্টে স্বস্তি, হাথরাস মামলায় ২৩ মাস পর জামিন সাংবাদিক কাপ্পানের
এরপর থেকেই সার্ভার রুম সিল করে দেওয়া ছিল। এরপর একাধিকবার তথ্য সংগ্রহ করতে উপস্থিত হয়েছিল সিবিআই। নিয়োগের একাধিক কাজ এবং তথ্য সংক্রান্ত বহু কাজ আটকে পড়েছিল বলে আদালতের কাছে জানিয়েছে কমিশন। এরপরেই সার্ভার রুম ফিরিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।
Leave a Reply