বিজেপি বিধায়কের অফিসেই বেধড়ক মারধর যুবককে, অভিযোগে সরব তৃণমূল

নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে। মঙ্গলবার ফের মর্মান্তিক ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃনমূল সাংসদ। সাধারণ মানুষকে কার্যালয়ে ডেকে মারধর করেছেন বিজেপি বিধায়ক, এমনই অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৃনমূল সাংসদ ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন, ‘বিজেপি বিধায়ক তার অফিসে গরিব মানুষকে মারধর করছেন। এমনকি ভয়ে সেই যুবক প্রতিবাদ করার সাহসও দেখাতে পারেননি’। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রশ্ন তুলেছেন, বিজেপি শাসিত রাজ্যে এমন অনাচার?

আরও পড়ুন : ২৮ অগস্ট ভাঙা হবে, ভারতের সর্বোচ্চ ইমারত ট্যুইন টাওয়ার, বিপাকে এলাকার বাসিন্দারা

মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের এই ১:৪৫ মিনিটের ভিডিওতে দেখা গেছে, বিজেপি বিধায়কের অফিসেই এক যুবককে মারধর করা হয়েছে। প্রথমে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয় যুবককে। এরপরই তাকে লাঠি দিয়ে মারতে থাকেন বিজেপি বিধায়ক। এখানেই শেষ নয়, কান ধরে দাঁড় করিয়েও তার ওপর করা হয় অত্যাচার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি UNLIVE.