কালীঘাটের কাকুকে তলব ইডির, মঙ্গলবার সিজিও‌ কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো আর্থিক প্রতারণা সংক্রান্ত তদন্তকারী সংস্থা ইডি। ৩০ মে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই কালীঘাটের কাকু’র বাড়িতে নোটিস গিয়েছে বলে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ। এরপরই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয়কৃষ্ণ।

তাঁকে ইতিমধ্যেই জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একাধিকবার তলব করেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার ইডির স্ক্যানারেও চলে এলেন। আগামী মঙ্গলবার তাঁকে তলব করেছে ইডি। ওইদিন সকাল সাড়ে ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *