Police Posting

Nabanna Abhijan: নিরাপত্তার মোড়কে কালীঘাট চত্বর, মুখ্যমন্ত্রীর বাড়িতে বিশেষ নিরাপত্তায় পুলিশ কর্তারা

ইউ এন লাইভ নিউজ: নিরাপত্তার চাদরে পুরো কালীঘাট চত্বরকে মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে কালীঘাট ব্রিজের গোটা এলাকা গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পুরো রাস্তা জুড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার এজেসি বোস রোডের রাস্তায় কন্টেনার দিয়ে রাস্তা ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। অন্যদিকে, সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। বৃষ্টিকে উপেক্ষা করেই মঙ্গলবার সকাল থেকে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করেন। পুলিশ সূত্রে খবর, একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরীর পাশাপাশি নামানো হয় র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়।

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি পদমর্যাদার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে আছেন। প্রায় দুই হাজারেরও বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়। এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা নবান্নের নিরাপত্তার দায়িত্বে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নামেন। মঙ্গলবার সকালে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে, হাওড়া ময়দানের কাছে দেখা যায় ব্যারিকেড তৈরীর কাজ পুরোদমে চলছে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করেন।