নিউজ ডেস্ক: বৃহস্পতিবারও জামিন পেলেন না গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালত এদিন আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
এদিন শুনানি চলার সময় বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, সিবিআই চাইলে অনুব্রত মণ্ডলকে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে সংশোধনাগারে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এদিন অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, এই মামলায় চার্জশিট দেওয়ার পর আরও ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষী হিসাবে তাঁদেরও নাম রাখা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি।
আরও পড়ুন: আবাস দুর্নীতির তদন্তে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র
অন্যদিকে এদিনই জামিন সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বৃহস্পতিবার আবার তাঁরা মামলাটি শুনবেন।
Leave a Reply