নিউজ ডেস্ক: অর্জুন সিংয়ের পর এবার মদন মিত্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে কুড়মি বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কামারহাটির বিধায়ক।
শনিবার বারাসতের রবীন্দ্রভবনে একটি স্মরণসভায় যোগ দেন মদন মিত্র। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বলেন, “পুলিশের মধ্যে কোথাও কোথাও সমন্বয়ের অভাব ছিল। পুলিশের গাফিলতির থেকে বড় প্রশ্ন হল সরকারি ক্ষমতায় যাঁরা রয়েছেন তাঁদের বিরুদ্ধেই সরকারি সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রায়ই অভিযোগ করছে সরকারি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিরোধীরা দাবি করে বোমা, গুলি মজুত করে রেখেছে শাসকদল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকাকালীন হামলার ঘটনার পর এটা প্রমাণিত আসলে বোমা, বারুদ লুকিয়ে রেখেছিল বিরোধীরাই। পুলিশ সেগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করছেন। তারপরেও এই ধরনের ঘটনা কেন ঘটছে তা পুলিশই ভাল বলতে পারবে।”
Leave a Reply