Kanchenjunga Express

Kanchenjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৯, আর কি তথ্য জানা যাচ্ছে?

ইউ এন লাইভ নিউজ: করমণ্ডল এক্সপ্রেসের পর এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রায় এক বছর পর রেল দুর্ঘটনার সেই একই চিত্র আবারও মনে করিয়ে দিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির সাথে ধাক্কা লেগে বড় দুর্ঘটনা। রেলের প্রাথমিক অনুমান অনুযায়ী, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক, যার ফলে একই লাইনে এসে যায় মালগাড়ি। সাধারণত এক্সপ্রেস ট্রেনের লাইনে মালগাড়ি চলাচল করে না, তবে এ ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। রেলের পরিকল্পনা ছিল এক্সপ্রেস ট্রেনটিকে আগে পাস করিয়ে পরে মালগাড়িকে ছাড়ার। কিন্তু চালক লাল সিগন্যাল দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে, এবং মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে, যার মধ্যে দুইজন রেল কর্মী। গুরুতর আহত হয়েছেন নয়জন এবং ৩২ জন সামান্য আহত হয়েছেন। মালগাড়ির চালক মারা গেছেন এবং সহ-চালক গুরুতর আহত হয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও মারা গিয়েছেন।

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *