Shourya Diwas: নাথুরাম গডসের মৃত্যুদিনকে `শৌর্য দিবস’ হিসাবে পালন করণি সেনার সদ্যস্যদের

নিউজ ডেস্ক: নাথুরাম গডসের মৃত্যু দিবস পালন করল করণি সেনার সদ্যস্যরা। মুম্বইয়ের পানভেলে এক অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে করণি সেনার সদ্যস্যরা নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের ছবির সামনে মাল্যদান করছেন, প্রদীপ জ্বালাচ্ছেন। গান্ধী-ঘাতক নাথুরাম গডসের মৃত্যুদিনকে তাঁরা পালন করছেন শৌর্য দিবস হিসেবে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রায় ১৫-২০ জন করণি সেনার সদ্যস্য নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের ছবির সামনে জড়ো হয়েছেন। তাঁরা সবাই মিলে তাঁদের জয়োধ্বনি দিচ্ছেন, তাঁদের ছবিতে মাল্যদান করছেন, প্রদীপ দেখাচ্ছেন। এই সবের মাঝেই থেকে থেকে স্লোগান দিচ্ছেন,“নাথুরাম গডসে দীর্ঘজীবী হন!” এর পর তাঁরা গান্ধী-ঘাতক নাথুরাম গডসের মৃত্যুদিনকে শৌর্য দিবস ঘোষণা করেন।

এই নাথুরাম গডসে এবং তাঁর সঙ্গী নারায়ণ আপ্তেকে ১৯৪৯ সালের ১৫ নভেম্বর মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগেও তাঁদের মৃত্যুদিনকে `বলিদান দিবস’ হিসাবে পালন করা হয়েছে। নাথুরামের মূর্তি বানিয়ে সেই মূর্তি পুজো করার ঘটনাও দেখা গিয়েছিল। জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসের পুজো করা‌ বা তাকে মহিমান্বিত করার যে কোনো প্রচেষ্টাই আইন বিরুদ্ধ। যা দেখে ধর্মনিরপেক্ষ মানুষদের একাংশ যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন।