ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বুধেই ছেড়েছেন কংগ্রেস। পরবর্তী পদক্ষেপ কী হবে কৌস্তভ বাগচীর, সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। শোনা যাচ্ছিল, কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারে উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি।
বুধবার সকালেই কৌস্তভ বাগচীর কংগ্রেস থেকে ইস্তফার খবর পাওয়া যায়। পরে তিনি কৌস্তভ জানান, এখনও পর্যন্ত তিনি যা যা করেছেন সবই প্রকাশ্যে। কোনও দিন কোনও কিছু আড়ালে আবডালে করেননি। তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপও ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সকলের সামনে আসবে বলে জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে তিনি জানান, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছাড়া সমস্ত রাস্তা খোলা রয়েছে তাঁর সামনে।
কৌস্তভ বলেছিলেন, “আমাকে হয়তো এখন অনেকেই দলবিরোধী তকমা দেবেন। কিন্তু আমি বার বার একটা কথা বলে এসেছি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়টির আমি বিপক্ষে। কংগ্রেসই এখানে নিজেকে তৃণমূলের আউটফিট বলে মনে করছে। শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনও গুরুত্বই দেয় না। তাই আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে দলে থাকতে চাই না।” এর থেকেই কৌস্তভের বিজেপিতে যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ। এদিন আরও তিনজন যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁরা হলে শংকর বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের গ্রিভান্স সেলের চেয়ারম্যান ছিলেন তিনি। সিদ্ধার্থ মজুমদার, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এবং চিকিৎসক সৌমিত্র দত্ত।
Leave a Reply