Arvind Kejriwal

Arvind Kejriwal: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও জামিন জামিন মঞ্জুর হলনা কেজরিওয়ালের!

ইউ এন লাইভ নিউজ: দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে, জামিনের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখা হলো তার জামিনের আর্জি অর্থাৎ আবগারি দুর্নীতি মামলায় আপাতত দিল্লির তিহাড় জেলেই কাটাতে হচ্ছে আপ প্রধান কেজরীওয়ালকে। গত ২১ই মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহাড় জেলে ফিরে গিয়েছিলেন।

বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর জামিন মঞ্জুর করে বিচারক ন্যায় বিন্দু, কেজরীর জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় ইডি যা মঞ্জুর করা হয়নি। ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলির যথাযথ ভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের।

অথচ সেগুলি পর্যালোচনা না করেই একতরফা ভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে। শুক্রবার সকালে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে ইডি, যেখানে ইডির অনুরোধ মেনে কেজরীওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট। বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ জানায়, আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে কিন্তু সেই কদিন জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে। কেজরীর আইনজীবী দাবি করেন, তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনও প্রমাণ দিতে পারেনি।

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *