Kerala Killings: নরমাংস ভক্ষণের অভিযোগ কেরলের দম্পতির বিরুদ্ধে

নিউজ ডেস্ক: নরবলি। ভাগ্য ফেরাতে জোড়া নরবলি দিয়েছে কেরলের থিরুভাল্লার এক দম্পতি। ঘটনার জেরে দম্পতি এবং তাদের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের বশে দুই মহিলাকে খুন করা হয়েছে তা আগেই জানা গিয়েছে। তবে, এই ঘটনার তদন্তে পুলিশের সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ‘নরমাংস ভক্ষণ’ অর্থাৎ ওই দুই মহিলাকে খুন করে তাঁদের মাংসও অভিযুক্ত দম্পতি খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার একটি সাংবাদিক সম্মেলনে কোচি কমিশনার সিএইচ নাগরাজু জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত শফি অতীতে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তর বিরুদ্ধে আটটি ভিন্ন পুলিশ স্টেশনে মামলা চলছে। খুন, ধর্ষণের মতো অভিযোগও রয়েছে ওর বিরুদ্ধে। সেই ব্যক্তি ভাগবল সিং ও তাঁর স্ত্রী লায়লাকে ফাঁদে ফেলেছে। তারপর তারা অর্থলাভের লোভে এই নরবলি দিয়েছে।

শফিকে এককথায় ‘সাইকোপ্যাথ’ বলে অভিহিত করেছেন কমিশনার। তিনি জানিয়েছেন, শফি কীভাবে ওই দম্পতিকে এমন একটি কাজে রাজি করাল সেই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। দুই মহিলাকে খুন করা ছাড়া অন্য কোনও অপরাধমূলক কাজের রেকর্ড নেই বলেই জানিয়েছে পুলিশ। এদিকে দুই মহিলার মধ্যে একজনের দেহ খুনের পর ৫৬ টি টুকরো করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের তদন্তে উঠে আসে, ওই দুই মহিলাকে বেঁধে রাখা হয়েছিল। নারকীয় অত্যাচারও করা হয়েছিল তাঁদের উপর। পিছন দিকে বাঁধা ছিল তাঁদের দুই হাত। তাঁদের স্তন কেটে নেওয়া হয়েছিল। মহিলাদের গোপনাঙ্গে আঘাত করা হয়েছিল। আর্থিক দুর্দশা কাটানোর জন্য এই নরবলি দেওয়া হলেও এই গোটা ঘটনায় যৌন বিকৃতির ছাপ রয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি জানিয়েছেন, ‘তারা ওই দুই মহিলাদের মাংস খেয়েছে।’

আরও পড়ুন: কেন্দ্রের সেরা দশের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ

তবে পুলিশ সূত্রের খবর, স্বজাতি ভক্ষণের বিষয়টি এখনও পর্যন্ত সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমিশনার নাগারাজু চাকিলাম বলেছেন, ‘এর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই আমাদের কাছে। আজ ফরেন্সিক পরীক্ষা ও প্রমাণ জোগাড় করা হবে।’

আরও পড়ুন: দাগ কাটতে পারলোনা হইচইয়ের ‘বোধন’, তবে কি রানিমার জনপ্রিয়তা কমছে ধীরে ধীরে?

ভাগ্য ফেরাতে নরবলি দেওয়ার চল ছিল প্রাচীন সভ্যতায়। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায়, পাঁচ হাজার বছর আগে আদি ইউরোপের কৃষিভিত্তিক সমাজে নরবলির ব্যাপক প্রচলন ছিল। এছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন সভ্যতা যেমন ক্যানানাইটিস সভ্যতা, এত্রুস্ক্যানস্‌ সভ্যতা, কেল্টস্‌ সভ্যতা, মায়া সভ্যতায়এর উল্লেখ রয়েছে। সম্প্রতি এই নৃশংস-ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণের রাজ্য কেরলে।