ইউ এন লাইভ নিউজ: দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নাম হল কেরল। কেই পর্যটন কেন্দ্রের নাম বদলে যাচ্ছে। এই রাজ্যের নতুন নাম হচ্ছে ‘কেরলম’। সোমবার কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার ফের এই প্রস্তাব পাশ হল বিধানসভায়। এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার যে সংশোধন করতে বলেছিল, সেই সংশোধনই করা হল রাজ্যের পক্ষ থেকে। কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পর কেন্দ্রের কাছে নাম বদলের আর্জি জানানো হচ্ছে।
সোমবার কেরল বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে রাজ্যর নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তফশিলে কেরলের নাম বদলে ‘কেরলম’ করার দাবি জানাচ্ছে রাজ্য সরকার। বিধানসভার সদস্যরাও রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়ক এন শামমুদ্দিন অবশ্য রাজ্যের নাম বদলের প্রস্তাবে সংশোধন করার দাবি জানান। তিনি দাবি করেন, রাজ্যের নামে আরও স্বচ্ছ্বতা আনার জন্য শব্দ বদল করা উচিত। কেরল বিধানসভা অবশ্য এই প্রস্তাব খারিজ করে দেয়।
২০২৩ সালের ৯ অগাস্ট কেরল বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করা হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই প্রস্তাবে বলা হয়, সংবিধানের প্রথম তফশিলে কেরলের নাম বদলে ‘কেরলম’ করতে হবে। একইভাবে সংবিধানের অষ্টম তফশিলে সব ভাষাতেই কেরলের নাম বদলে ‘কেরলম’ করতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি কেরল সরকারের।