প্রধানমন্ত্রীকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন খাড়গে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিষাক্ত সাপের’ সঙ্গে তুলনা করে ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার নিজের খাসতালুক কালবুরগিতে দলীয় প্রার্থীর হয়ে এক প্রচার সভায় প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হলেন বিষাক্ত সাপের মতো। তাঁর উপহার যদি চেখে দেখতে যান, তাহলে মৃত্যু অবধারিত।’ মোদিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করায় কংগ্রেস সভাপতিকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। পাশাপাশি ওই মন্তব্যের জন্য খাড়গে-কে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

এদিন কালবুরগিতে দলের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী হলেন বিষাক্ত সাপের মতো। উনি আমাদের যা দিয়েছেন, তা আমরা দেখব। কিন্তু সেই জিনিস চাখতে গেলে চির ঘুমে ঢলে পড়তে হবে।’  বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর করা মন্তব্যের নিন্দা জানানোর পরেই নিজের মন্তব্য নিয়ে নতুন করে সাফাই দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীকে নয়, তাঁর চিন্তাধারাকে আমি বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছি।’

যদিও খাড়গের ওই সাফাইকে মানতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই কংগ্রেস সভাপতির মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এমন অশালীন ভাষা প্রয়োগ নিন্দনীয়। প্রধানমন্ত্রী নন, কংগ্রেসই দীর্ঘদিন ধরে বিষ ঢেলে চলেছে। সমাজকে বিভাজন করা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, পরিবারবাদকে প্রাধান্য দেওয়ার মতো কাজ করে চলেছে।’