নিউজ ডেস্ক : উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধারচুলার ভূমিধসের রেশ কাটতে না কাটতেই এবার ধস নামলো জম্মু ও কাশ্মীরে। শনিবার কিশতওয়ার জেলায় মেগা বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভূমিধসের জেরে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৬ জন। এই ঘটনার পরই কাশ্মীরের পাহাড়ি এলাকায় সুড়ঙ্গে কাজের ক্ষেত্রে প্রশাসনের সতর্কতা অবলম্বন নিয়েও উঠেছে প্রশ্ন।
কিশতওয়ারের জেলা প্রশাসক দেবাংশ যাদব জানিয়েছেন, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি গুহা কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। শ্রমিক ছাড়াও সেই সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিল একটি জেসিবি। সেই সময়ই ধস নামে সুড়ঙ্গে। ঘটনার পরই উদ্ধারকারী দল অভিযান শুরু করে। এরপরই দ্বিতীয়বার ধস নামে ঘটনাস্থলে।
পরপর দু’বার ধস নামায় আটকে যান উদ্ধারকারীরাও। এরপরই স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামেন। সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছায় ঘটনাস্থলে। উদ্ধার অভিযান শুরু হতেই একজন পুলিশ ও জেসিবি অপারেটরসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ছয়জনকে।
আরও পড়ুন : ফের বেআইনি অস্ত্র উদ্ধার রাজ্যে, এসটিএফের হাতে ধৃত দুই
সূত্রের খবর, আহতের মধ্যে তিনজন ডোডা সরকারি মেডিকেল কলেজে, দুজন থাথরি হাসপাতালে এবং একজন জম্মুতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ ডঃ জিতেন্দ্র সিং।
আরও পড়ুন : শ্যুটআউট-বোমাবাজিতে উত্তপ্ত নৈহাটি, গুরুতর জখম ৩
Leave a Reply