রাস্তায় আবর্জনা ফেললে দিতে হবে মোটা টাকা জরিমানা

নিউজ ডেস্ক: কলকাতা শহরকে পরিস্কার রাখতে নয়া উদ্যোগ নিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার থেকে আর রাস্তা ঘাটে ফেলা যাবে না আবর্জনা। আবর্জনা ফেলতে গিয়ে ধরা পড়লে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। প্রথমবার ধরা পড়লে দিতে হবে ৫২৫ টাকা। তার পরেও একই অপরাধ করে ধরা পড়লে জরিমানার পরিমাণ বাড়বে।

মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, রাস্তায় নোংরা আবর্জনা ফেলতে আগেই নিষেধ করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নিষেধ মানছিলেন না। যাঁরা পনের দিনের মধ্যে দুবার ধরা পড়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

রাস্তায় আবর্জনা ফেলে প্রথবার ধরা পড়লে সাধারণ নাগরিককে ৫২৫ টাকা দিতে হবে। দ্বিতীয়বার ধরা পড়লে ৭৩৫ টাকা জরিমানা দিতে হবে। তৃতীয়বার এবং তারপর প্রতিবার জরিমানা হবে ১০৫০ টাকা।

ইতিমধ্যে বেশকিছু দোকানদার এবং পথচারীকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ কলকাতার কসবায় একটি বাজার সমিতি এবং পথচারীরা রাস্তায় আবর্জনা ফেলে ছিল।

বর্জ্য সংগ্রহের তত্ত্বাবধানে থাকা কেএমসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বরো এবং ওয়ার্ড-স্তরের আধিকারিকরা স্থান পরিদর্শন করে জরিমানা আরোপ করেছেন।

আরও পড়ুন: Beleghata Fire: বেলেঘাটার লোহাপট্টিতে ভয়াবহ আগুন, লোহা ছাঁটের কারখানা পুড়ে ছাই, আহত ২

এমন সময় মেয়র দৃষ্টি দিয়েছেন যখন কলকাতায় মারাত্মকভাবে ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। রাস্তায় ফেলা আবর্জনা, প্লাসটিক, কঠিন বর্জ্য নিয়মিত পরিস্কার করা না রাস্তার পাশের ড্রেনে সেগুলি জমতে থাকে। ফলে আটকে থাকে জলও। সেই জমা জলেই বংশবৃদ্ধি করে ডেঙ্গির মশা।