Kolkata Derby: ফের বদলে গেল কিক অফের সময়, চিন্তা বাড়ল মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান। নির্ধারিত দিনে অর্থাৎ ১০ মার্চ কলকাতাতেই বল গড়াচ্ছে আইএসএল ডার্বির। তবে একঘণ্টা পিছিয়ে গেল ম্যাচের সময়। সাড়ে সাতটার পরিবর্তে রাত সাড়ে আটটায় কিক অফ যুবভারতীতে।

ডার্বি জট কাটাতে আসরে নামে সব পক্ষই। ভিন রাজ্যে ডার্বি আয়োজনে কথা উঠলেও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরাসরি জানানো হয় ভিন রাজ্যে ডার্বি খেলবে না তারা। বদলে কলকাতাতেই পড়ে চূড়ান্ত সিলমোহর।

গতকাল প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল নটায় শুরু হবে ডার্বি। এদিন আলোচনার শুরুতেই সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে আপত্তি জানানো হয়। রাত ন’টায় খেলা শুরু হলে আধঘণ্টা খেলা দেখানো যাবে না, এই কথা বলার পরেই পুলিশের টনক নড়ে। তারা সেইসময় আধঘণ্টা খেলা এগিয়ে নিয়ে আসে। তাতে যদিও সমস্যার খুব একটা সমাধান হবে না দুই দলের সমর্থকদের।

ডার্বি নিয়ে সমস্যা চলছিল প্রথম থেকেই। আইএসএলের প্রথম পর্বের ডার্বি পিছিয়ে যায় ওডিআই বিশ্বকাপের জন্য। দ্বিতীয় পর্বের ডার্বি নিয়েও জটিলতা তৈরি হয়। আর সেটা হয়েছিল তৃণমূলের সভার জন্য।

পর্যাপ্ত পুলিশকর্মী দেওয়া যাবে না, জানানো হয়েছিল পুলিশের তরফে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল, বিধাননগর পুলিশ কমিশনারেট ও এফএসডিএল-এর আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ মার্চ কলকাতা ডার্বি। তবে সময়ে পরিবর্তন হল।