নিউজ ডেস্ক : ছাত্রদের একটানা বিক্ষোভের জেরে চাপের মুখে নতিস্বীকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ছাত্রদের দাবি মেনে ফেব্রুয়ারিতেই হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। মেডিক্যাল সুপারের আশ্বাসের পরই উঠল প্রায় ৭২ ঘণ্টার অধ্যক্ষ ঘেরাও কর্মসূচি। এরপরই বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ বিক্ষোভকারী ছাত্ররা ফিরে যান নিজেদের কাজে।
ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদের নির্বাচন করার দাবিতে দীর্ঘদিন ধরে সরব মেডিক্যাল কলেজের ছাত্ররা। টানা তিনমাস কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও হয়নি সমাধান। এরপরই গত তিনদিন ধরে অধ্যক্ষদের ঘিরে শুরু হয় কর্মসূচি। ফলে ব্যাহত হয়েছে মেডিকেল কলেজের কাজকর্ম।
বৃহস্পতিবার কলেজ ডিন-সহ একাধিক অধ্যাপক ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন মেডিক্যাল কলেজের কার্যনির্বাহী অধ্যক্ষ তথা মেডিক্যাল সুপার অঞ্জন অধিকারী। আলোচনা পর্বের পর লিখিত প্রতিশ্রুতি দিয়ে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতেই হবে ছাত্র সংসদের নির্বাচন। আশ্বাস মিলতেই বিক্ষোভ তুলে কাজে ফিরেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন : লিভ ইনে থাকা সঙ্গিনীর অভিযোগে প্রথমেই নয় এফআইআর, নির্দেশ বিজেপি সরকারের
Leave a Reply