নিউজ ডেস্ক: বুধবার তৈরি হল এক নয়া ইতিহাস। গঙ্গার নিচ দিয় ছুটল মেট্রোর রেক। মাত্র ৩০ মিনিটেই মহাকরণ থেকে হাওড়া ময়দানে পৌঁছে গেল মেট্রোর রেক।
সমস্ত প্রস্তুতি হয়েইছিল, বাকি ছিল শুধু ট্রায়াল রানের। বহু বাধা-বিঘ্ন, বিপত্তি পেরিয়ে অবশেষে মেট্রোর রেক পৌঁছে গিয়েছে হাওড়া ময়দানে। বুধবার বেলা ১২ নাগাদ নয়া ইতিহাস তৈরি করেল কলকাতা মেট্রো রেল। এবার হাওড়া ময়দান থেকে শুরু হবে ট্রায়াল রান।
বিদ্যুৎ গতিতে এগোচ্ছিল মেট্রোর কাজ। কিন্তু বাধ সাধে বউবাজার এলাকা। সেখানের মাটি ভারবহন করতে অক্ষম হয়ে পড়ে। কিন্তু বাধা কাটিয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। এরপর ১১:৪০ এ সেটি পৌঁছায় মহাকরণ। মহাকরণ স্টেশন থেকে মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। বিদ্যুতের মাধ্যমেই চালানো হয় এই ট্রেনটিকে।
এসপ্ল্যানেড স্টেশন থেকে মহাকরণ, হাওড়া হয়ে হাওড়া ময়দান পৌঁছয় মেট্রোটি। আধঘণ্টার মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছে যায় সেটি। রোবিবার দিনই গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছোটানোর কথা থাকলেও এসপ্ল্যানেডে এসে থেমে যায় সেটি। যদিও কোনওরকম বাধা ছাড়াই বউবাজার পেরিয়ে যায় রেক দুটি। এবার সেগুলো হাওড়া ময়দানে পৌঁছেছে, শীঘ্রই শুরু হবে মেট্রোর ট্রায়াল রান।
Leave a Reply