নিউজ ডেস্ক: শরতের আকাশ, মাঠে-ঘাটে কাশফুলের ঝোপ, শিউলি ফুলের বাহার, নজরকাড়া প্রাকৃতিক শোভা জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর সূচনা হয়ে গিয়েছে। ঢাক-বাদ্যি-বাজনার সুরও ভাসছে হাওয়ায়। দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ভিড় জমাতে শুরু করেছে তিলোত্তমাবাসী। প্যাণ্ডেলের ভিড়ের পাশাপাশি রাস্তাতেও গিজগিজ করছে লোক। ফলে গাড়ি নিয়ে ঘোরাঘুরির অর্থ জ্যামে ঘন্টার পর ঘন্টা কাটানো। তবে কি পায়ে হেঁটে ঘুরবেন ভাবছেন? তা কি এতোই সোজা মশাই? যদিও উপায় একটা আছে। পুজোয় কলকাতাবাসীর জন্য মুশকিল আসানের নাম মেট্রো। কিন্তু কোন মেট্রো স্টেশনের কাছে কোন প্যাণ্ডেলের প্রতিমা দেখতে পাবেন সহজে, তা জেনে নিন UNLive-এর পেজে।
রাস্তায় ভিড়ের চাপে পুজো পরিক্রমার রুটম্যাপ ঠিক করতে হিমশিম খাচ্ছেন? তার আর দরকার নেই। পুজোয় শুধু প্যাণ্ডেল পরিদর্শন করুন। গাইডলাইন দেবো আমরা।
• দমদম মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন ১৪ পল্লি সর্বজনীন, সিঁথি সর্বজনীন।
• বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক), নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, ভারতচক্র, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি, শ্যামবাজার, বাগবাজার, শ্যাম স্কোয়্যার, ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জি পার্ক।
• শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন আহিরীটোলা, বেনিয়াটোলা, কুমারটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, যুবকবৃন্দ, গৌড়বেড়িয়া/গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, চালতাবাগান।
• গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন বিডন স্কোয়্যার, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।
• মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব।
• সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার, কাপালিটোলা।
• চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন জানবাজার, তালতলা সর্বজনীন।
• রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন গোখেল স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
• নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন হরিশ পার্ক, ২২ পল্লি, পদ্মপুকুর যুব অ্যাসোসিয়েশন, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ৭৫ পল্লি, সংঘমিত্রা, ম্যাডক্স স্ক্যোয়ার, ৭৬ পল্লি, রয় স্ট্রিট পার্ক, ভবানীপুর, ভবানীপুর স্বাধীন সংঘ।
• যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন যতীন দাস পার্ক, ২৩ পল্লি, ফরোয়ার্ড ক্লাব, মাতৃ মন্দির, বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসব।
• কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, বাদামতলা, সমাজসেবী, বালিগঞ্জ কালচালার, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, আদি লেক পল্লি, রবীন্দ্র সরোবর, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির, তরুণ সংঘ।
• মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন অজয় সংহতি, বরিষা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লি ক্লাব, হরিদেবপুর।
• নেতাজি মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব।
• মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতি।
• গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন উদয়ন সংঘ।
• কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে ঘুরে আসুন নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব।
Leave a Reply