Weather Report

Weather Report: সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুববে কলকাতা, কমলা সতর্কতা জারি বেশ কয়েকটি জেলায়

ইউ এন লাইভ নিউজ: সামনেই বাঙালির বড় উৎসব। বাংলার বুকে পুজোর মুখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত যা ঘূর্ণিঝড় হিসাবে ভিয়েতনামে আছড়ে পড়ার পরেও লাওস অতিক্রম করে হাজির হয়েছে মায়ানমারের বুকে। সেখানে সে ঘূর্ণাবর্তের রূপে ছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যেই সে মায়ানমার অতিক্রম করে পা রেখেছে বাংলাদেশের অন্দরে। এদিন অর্থাৎ শুক্রবার সকালে তার অবস্থান ধরা পড়েছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এই ঘূর্ণাবর্ত এদিনই দুপুরের মধ্যে নিম্নচাপের রূপ নিতে চলেছে। ধীরে ধীরে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গে উপকূলের কাছে এসে গভীর নিম্নচাপের রূপ নেবে। আর তার জেরে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে কলকাতাও তার সংলগ্ন এলাকা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় এই নিম্নচাপ অবস্থান করবে। আর তার জেরে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ এই জেলাগুলিতে সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এছাড়াও শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে।

শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তা চলতে পারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।