নিউজ ডেস্ক: শীতে কাবু বাংলা।কমছে না ঠান্ডার দাপট।যদিও সপ্তাহান্তে কিছুটা বেড়েছে তাপমাত্রার পারদ।তবে আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শনিবারের মতোই রবিবারও তাপমাত্রা ১২ ঘরেই।রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েকদিন ১১ থেকে ১২ ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করবে।আাগমী ৩-৪ দিন পর তাপমাত্রা থাকতে পারে ১৪-১৫ ডিগ্রির ঘরে।কুয়াশার দাপট থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই।
অন্যদিকে পারদ পতনে দার্জিলিংকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার।রবিবার যেখানে দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ ডিগ্রির আশেপাশে সেখানে কোচবিহারের তাপমাত্রা ৫.১ ডিগ্রি সেলসিয়াস।এছাড়াও পুরুলিয়া ও বাঁকুড়ার ঠান্ডাও টেক্কা দিচ্ছে পাহাড়ের ঠান্ডাকে।
আওহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে শৈতপ্রবাহ চলবে কয়েকদিন।পুরুলিয়া ,বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর পড়বে শৈত্যপ্রবাহের কবলে।
Leave a Reply