Nandigram Divas: নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেই হুঁশিয়ারি কুণালের, পাল্টা শুভেন্দু

নিউজ ডেস্ক: শনিবার ১৬ বছর পূর্ণ করল নন্দীগ্রাম দিবস। এদিন সকাল থেকেই শুরু হয়েছে নানা কর্মসূচি। ভোরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা মোমবাতি মিছিল করে ভাঙাবেড়ায় পৌঁছন। সেখানে শহিদবেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। কুণাল ছাড়াও শ্রদ্ধা জানান অখিল গিরি, আবু সুফিয়ান, বাপ্পাদিত্য গর্গ।

শহিদ দিবসের মঞ্চ থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল। এদিন কুণাল বলেন, ‘আগে সিপিএম সকলকে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। আবার ফিরছে সেই রাজনীতি। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে।’ একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব।’ এর পাশাপাশি নারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজ্যের বিরধী দলনেতাকে গ্রেফতারের দাবিও জানান তিনি।

আরও পড়ুন: Meghalaya assembly election 2023: মেঘালয় বিধানসভা নির্বাচনে ৫২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

অন্যদিকে কুণালকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দুও। তিনি বলেন, ‘এক ফোনে এক লাখের চোরের কথার জবাব দিতে আমি আসিনি। তবে এটুকু বলতে পারি, এইসব চোরজোচ্চররা বেশিদিন বাইরে থাকবে না।’ একইসঙ্গে আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘আমার অভিযোগের জন্য কেন্দ্রীয় দল এসেছে। আগামী সাত দিনে দিল্লি থেকে আরও ১৫টি দল আসবে। অঞ্চলে অঞ্চলে গিয়ে চোরেদের চিহ্নিত করা হবে।’ ২০০৭ সালে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তিন জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। তারপর থেকেই এই দিনটিতে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল।