Kunal Ghosh

Kunal Ghosh: সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার কুণালকে, তৃণমূলের নতুন সিদ্ধান্ত

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের আগে এক বোরো সিদ্ধান্তের শিকার কুনাল ঘোষ। কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল। আগেই তাঁকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুধবার একটি রক্তদান শিবিরে তাঁকে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করতে শোনা যায়। তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালেই কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা শোনা গিয়েছিল কুণালের কণ্ঠে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। কয়েক মাস আগে তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরানো হয়েছিল কুণাল ঘোষকে। এবার দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল।

তৃণমূলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কুণাল ঘোষ অনেক মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। এটা বোঝানো প্রয়োজনীয় ছিল যে তাঁর বক্তব্য নিজের। এর সঙ্গে দলের ভাবনা সম্পর্কযুক্ত নয়।’ পাশাপাশি এবার থেকে তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি জারি করা হবে তা দলের বক্তব্য হবে। কুণালের কোনও বক্তব্যকে আর যাতে দলের বক্তব্য হিসেবে না নেওয়া হয় সেই জন্য বলা হয়েছে। যদি তা করা হয় সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করা যেতে পারে তৃণমূলের পক্ষ থেকে।