রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিয়েভ, মৃত ৫, আহত বহু

নিউজ ডেস্ক : ফের যুদ্ধের ঝাঁঝ বাড়িয়েছে পুতিন। রাশিয়ার চোখরাঙানিতে রণক্ষেত্র ইউক্রেন। পরপর ৭৫টি ধারাবাহিক হামলায় কেঁপে উঠেছে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহর। সোমবার সকালে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে।

সূত্রের খবর, সোমবার স্থানীয় সময় সকাল সোয়া আটটা নাগাদ অর্থাৎ ভারতীয় সময় অনুসারে ১১ টা নাগাদ, আকাশপথে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীরা জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণের পর সারা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

এরপরই রকেট হামলার বিধ্বস্ত ইউক্রেনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি। সেখান থেকেই বেরোনো কালো ধোঁয়ার কুন্ডলীতে ছেঁয়ে যায় আকাশ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ‘ইউক্রেন জুড়ে আকাশপথে হামলার জেরে সাইরেনের শব্দ অব্যাহত রয়েছে। সেই হামলায় হতাহত বহু। নাগরিকদের অনুরোধ, দয়া করেন আশ্রয়স্থল ছেড়ে বেরোবেন না। ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দিতেই এই ‘অশুভ হামলা’ রাশিয়ার।’ এর কয়েকদিন আগে, ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: কুস্তির প্যাঁচ থেকে রাজনীতির মারপ্যাঁচ – মুলায়মের মৃত্যুতে শেষ হল এক অধ্যায়ের

সেতুতে বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্টকে শাসিয়ে ছিলেন পুতিন। এরপরই রবিবার জ়াপোরিজিয়ায় ৭ টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় পুতিন প্রশাসন। সেখানে মৃত্যু হয় ১৭ জনের। সেই হামলার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই ফের ৭৫ টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে কিয়েভে। বিশেষজ্ঞদের ধারণা প্রতিশোধের বশেই পুতিন সরকার এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: Airtel 5G: জিও-র পর এয়ারটেল! ৮ শহরে চালু ভারতী এয়ারটেলের 5G পরিষেবা