ইউ এন লাইভ নিউজ: দত্তপুকুরের কালাচাঁদ পাড়ায় বহুবছর ধরে একটি দূর্গাপুজো হয়। তবে এবছর পাড়ার মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন আলাদাভাবে একটি দুর্গাপুজোর আয়োজন করবেন। সেই পুজোর আয়োজনে লক্ষীর ভান্ডার তাদের প্রধান সম্বল। সম্প্রতি দুর্গাপুজোর উদ্যোগের কথা মাথায় আসে পাড়ার কয়েকজন মহিলাদের, তারপর ধীরে ধীরে শুরু হয় প্রস্তুতি। একে একে এই পুজো কমিটিতে যুক্ত হন পাড়ার অন্যান্য মহিলারা, সব মিলিয়ে বর্তমানে এই পূজা কমিটির সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৭০ জন।
তবে এই পুজোর জন্য তাদের কোনো চাঁদা নেই, প্রাথমিকভাবে নিজেদের লক্ষীর ভান্ডার থেকেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। কিন্তু কেন লক্ষীর ভান্ডারকে মূল উৎস করেছেন তারা? এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদিকা নন্দিতা সিকদার জানিয়েছেন, গত তিন বছর ধরে তারা বর্তমান সরকারের থেকে লক্ষীর ভান্ডার বাবদ প্রতি মাসে ১০০০ টাকার সুবিধা পাচ্ছেন। আর তাই চলতি বছর তাদের প্রথম পুজোর প্রসঙ্গ উঠতেই হাজার টাকা দিয়েই পুজো শুরুর কথা ভাবেন তাঁরা।
Leave a Reply