নিউজ ডেস্ক: ধরা পড়ার নয়দিনের মাথায় সিবিআই ক্যাম্পে মৃত্যু হল বগটুইকাণ্ডে ধৃত লালন শেখের। সোমবার সন্ধেবেলা এমনটাই জানাল সিবিআই। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, লালনের দেহ সিবিআই ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হচ্ছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। কী ভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। সিবিআই সূত্রের খবর, লালন শেখ আত্মহত্যা করেছে। তবে, সিবিআই হেফাজতে ভাদু শেখ ঘনিষ্ঠ লালনের মৃত্যু নিয়ে নিয়ে উঠছে প্রশ্নও।
চলতি বছরে ২১ মার্চ বগটুইতে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর পর একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৯ জন মানুষও। এই ঘটনায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হলেও টানা ৯ মাস অধরা ছিল লালন। ২০২২ সালের ডিসেম্বর মাসের তিন তারিখ, শনিবার গ্রেফতার করা হয় লালনকে। সোমবার জেরা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। এদিন বিকেল ৪ টে ২৫ মিনিটে তাঁর মৃত্যু হয়, এমনটাই সিবিআই সূত্রের খবর।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার ভর্ত্সনা করে লালনশেখের স্ত্রী বলেন,”সিবিআই আমার পরিবারকে শেষ করে দিয়েছে। এখন আমার স্বামীকে সিবিআই মারল। ওকে এত মারা হত যে ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না। এমনকি জলও দেওয়া হত না। আমরা সিবিআইয়ের শাস্তি চাই।”
Leave a Reply