লালকৃষ্ণ আদবানির জন্মদিন, শুভেচ্ছা জানাতে প্রবীণ নেতার বাড়িতে উপস্থিত মোদি

নিউজ ডেস্ক : ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির জন্মদিন। ৯৫ বছরে পা দিলেন তিনি। সেই উপলক্ষ্যে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ছয়লাপ। অভিনন্দন জানাতে লালকৃষ্ণ আদবানির বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।আদবানির সঙ্গে দুই নেতার সাক্ষাতের কিছু ছবি ও ভিডিওও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন লালকৃষ্ণ আদবানিকে এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন।

লাল কৃষ্ণ আদবানি ৮ ই নভেম্বর, ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বহুবার বিজেপির জাতীয় সভাপতি হয়েছেন আদবানি। ২০০৮ সালের জানুয়ারিতে, আদবানির নেতৃত্বে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় এনডিএ। বিজেপির সেই প্রবীণ নেতার জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় তুলেছে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা।

আরও পড়ুন : জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্তের প্ৰভাবে বৃষ্টি হতে পারে বঙ্গে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তিনি একদিকে তাঁর নিরন্তর পরিশ্রমের মাধ্যমে সারা দেশে সংগঠনকে শক্তিশালী করেছেন, অন্যদিকে সরকারে থাকাকালীন দেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছিলেন। ভগবানের কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এছাড়াও কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি ট্যুইট করে জানিয়েছেন, অনুপ্রেরণাদায়ী শ্রদ্ধেয় শ্রী এল কে আদবানিজীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।

আরও পড়ুন : চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পাবলিক সার্ভিস কমিশনের