Train Accident

Train Accident: কেন দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস? রিপোর্ট দিল কেন্দ্র

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কেন হল এমন দুর্ঘটনা? ঠিক কোন কারণে প্রাণ গেল এত গুলো মানুষের? করমণ্ডল এক্সপ্রেসের এমন ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে রেল সুরক্ষা কমিশনারের রিপোর্ট অনুযায়ী এই প্রথম বার দুর্ঘটনার কারণ বিশদে প্রকাশ করল সরকার। সম্প্রতি, দুর্ঘটনার কারণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। সেই প্রশ্নের জবাবেই এবার শুক্রবার ওই রিপোর্ট তুলে ধরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রাথমিক ভাবে জানান, সিগন্যালের ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ইলেকট্রিক লিফ্টিং ব্যারিয়ার’ যন্ত্র অর্থাৎ, মোটর চালিত যন্ত্রের সাহায্যে ওঠানামা করা রেলগেট প্রতিস্থাপনের জন্য সিগন্যালের কাজ চলছিল স্টেশনের উত্তর সিগন্যাল গুমটিতে। সেই কারণেই সিগন্যালে ত্রুটি দেখা গিয়েছিল এবং এর ফলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।’’

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘‘অতীতে উত্তর সিগন্যাল গুমটিতে সিগন্যালের সার্কিটে ত্রুটির কারণে এবং স্টেশনে লেভেল ক্রসিংয়ের ৯৪ নম্বর গেটে মোটর চালিত যন্ত্রের সাহায্যে ওঠানামা করা রেলগেট প্রতিস্থাপনের সময় সিগন্যালের কাজ চলার জেরে হয় এমন দুর্ঘটনা।’’

অশ্বিনী জানান, সিগন্যালের ত্রুটির ফলে ভুল লাইনে সবুজ সংকেত দেখানো হয়। যার ফলে ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনাকে রেল কর্তৃপক্ষের ‘ত্রুটি এবং অবহেলা’ বলেও উল্লেখ করেছেন রেলমন্ত্রী। সরকারের তরফে আরও জানানো হয়েছে করমণ্ডল দুর্ঘটনায় মৃত ৪১ যাত্রীকে এখনও শনাক্ত করা যায়নি। তবে সাংসদ ব্রিটাসের বারংবার অনুরোধ সত্ত্বেও, সরকার গত তিন বছরে অনুরূপ সিগন্যাল ত্রুটির কোনও তথ্য প্রকাশ্যে আনেনি।

গত ২ জুন বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনে একটি মালগাড়ি সংঘর্ষে এসে উল্টে যায় করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডলের উল্টে যাওয়া বগি ছিটকে গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে, যেখান আসছিল যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। ওই ট্রেনেরও বেশ কিছু বগি লাইনচ্যুত হয় ছিটকে যাওয়া করমণ্ডলের বগির সঙ্গে ধাক্কা লেগে। এই ঘটনায় ২৯৩ জন মারা যান। আহত হন হাজারেরও বেশি মানুষ।