নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভাষণ নয়, বিড়ালের ছবি তুলতে ব্যস্ত ব্রিটেনের এক মহিলা। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এদিনই ছিল তাঁর প্রথম ভাষণ। পোডিয়ামে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। তখন প্রধনমন্ত্রীর ছবি না তুলে একটু দূরে শুয়ে থাকা একটি বিড়ালের ছবি তুলতে দেখা যায় এক মহিলাকে। সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।
ব্রিটেনের বর্তমান রাজনৈতিক ঘটনা এবং পরিস্থিতি নিয়ে দেদার পোস্ট হয় এই টুইটার হ্যান্ডেলে। এখানেই ল্যারি নামের ওই বিড়ালের ছবি পোস্ট হয়েছে। আর তারপরেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
একজন লিখেছেন, ভালো লাগল। যে মহিলা এই ছবিটি তুলেছেন তিনি ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি নয়, ল্যারির ছবি তুলেছেন। অন্য একজন ঠাট্টা করে লিখেছেন প্রধানমন্ত্রীকে পুলিশের থেকেও ভালো নজর রেখেছেন ল্যারি। আর একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, মানুষ যেভাবে প্রধানমন্ত্রীকে ছেড়ে ওই বিড়ালের ছবি তুলেছে তাতে মনে হচ্ছে ঋষি নয় ডাউনিং স্ট্রিটের প্রধান ব্যক্তি ল্যারিই। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস তাঁকে নিযুক্ত করেন। ২০ অক্টোবর লিজ ট্রাস পদত্যাগ করার পরেই প্রধানমন্ত্রী হন ঋষি সুনক।
Leave a Reply