G. N. Saibaba

G. N. Saibaba: প্রয়াত সাইবাবা! অন্ধ্রপ্রদেশের মানবাধিকার কর্মী ছিলেন তিনি

ইউ এন লাইভ নিউজ: প্রয়াত অন্ধ্রপ্রদেশের মানবাধিকার কর্মী জি এন সাইবাবা। বয়স হয়েছিল ৫৭ বছর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মিথ্যা ইউ এ পি এ (UAPA) মামলায় ১০ বছর জেল খাটতে হয়েছিল। তাঁর বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ ছিল। ২০০৯ সালে যখন ইউ এ পি এ সরকার মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধের নামে জঙ্গলের আদিবাসীদের উপরে নামিয়ে এনেছিল চরম সন্ত্রাস, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল, অপারেশন গ্রিন হান্ট, সাইবাবা তার তীব্র বিরোধিতা করেছিলেন। এরপরেই ২০১৪ সালের মে মাসে তিনি গ্রেফতার হন।

পরে ২০১৭ সালে নিম্ন আদালতের বিচারে তাঁর শাস্তি হয়েছিল। এর পরে এনআইএ (NIA) তাঁকে ভীমা কোরেগাঁও মামলাতেও জড়ানো হয়। কিন্তু মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার। আদালত বলেছিল, সাইবাবার বিরুদ্ধে যে এসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে এবং ভিত্তিহীন। যার কোনও প্রমাণ নেই। এই বছর মার্চ মাসে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। পেটের গলব্লাডার অপারেশন এর জন্য হায়দ্রাবাদের একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। শেষ সময়ে হুইল চেয়ারের উপরেই নির্ভরশীল ছিলেন তিনি। কিন্তু পেটের গলব্লাডার অপারেশনের সময় অস্ত্রোপচারকালীন নানা জটিলতা দেখা দেয়। সেখানেই শনিবার মৃত্যু হয় তাঁর।