নিউজ ডেস্ক: ‘দেশে মত প্রকাশের স্বাধীনতার অভাব রয়েছে।’ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিএন শ্রীকৃষ্ণের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিচারপতির মন্তব্যের সমালোচনা করেছেন আইনমন্ত্রী কিরণ রিজিজু।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিএন শ্রীকৃষ্ণের মন্তব্যকে কটাক্ষ করে আইনমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, যাঁরা বিনা বাধায় নির্বাচিত প্রধানমন্ত্রীর নিন্দা করেন, তাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে হাহাকার করছেন।
আরও পড়ুন: আর নয় গ্রিন করিডর! প্রতিস্থাপনের অঙ্গ যাবে ড্রোনে
আইনমন্ত্রী আরও জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি কখনই কংগ্রেসের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে কথা বলেন না। কিছু আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রীদের সমালোচনা করার সাহসও দেখাননা তিনি।
আরও পড়ুন: মাছ ব্যবসার আড়ালে কী! উদ্ধার কোটি কোটি টাকা, মালদা কাণ্ডে বাড়ছে রহস্য
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিএন শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন, পরিস্থিতি খুব খারাপ। আমি যদি মোড়ের মাথায় দাঁড়িয়ে বলি যে আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি না, তাহলে আমার বিরুদ্ধেও অভিযান শুরু হতে পারে। বিনা কারণে আমাকে গ্রেফতারও করা হতে পারে।
Leave a Reply