সিঁড়ি থেকে পড়ে গেলেন, গদি থেকেও কি পড়বেন পুতিন?

নিউজ ডেস্ক : ৯ মাস ধরে ইউক্রেনে অব্যাহত রাশিয়ার সামরিক অভিযান। সমানে সমানে সমানে টক্কর দিচ্ছে ইউক্রেনও। তা সত্ত্বেও দমতে নারাজ পুতিন। কিন্তু দীর্ঘকালীন এই যুদ্ধই এবার পুতিনের জন্য হয়েছে ‘অভিশাপ’। সূত্রের খবর, জনসমর্থনে ধস নামছে রাশিয়ার প্রেসিডেন্টের। তবে কি সত্যিই এবার পুতিনের গদির টালমাটাল অবস্থা?

ক্রেমলিনের গোপন সমীক্ষা রিপোর্ট অনুযায়ী জানা গেছে, গত জুলাই মাসে ৫৭ শতাংশ মানুষ যুদ্ধের পক্ষে থাকলেও বর্তমানে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ মানুষের। ৫৫ শতাংশ মানুষ, শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পক্ষে রয়েছেন। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৩২ শতাংশ। তবে এই পরিসংখ্যান বদলের কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখরাঙানিতে শুধু ইউক্রেনই নয়, বর্তমানে রাশিয়ানরাও বিরক্ত। বাড়ির ছেলেদের যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক হতেই, যুদ্ধের বিষয়ে আগ্রহ হারিয়েছে অনেকেই। বহু বড় বড় সংস্থাও বন্ধ হয়েছে। এই সমস্ত কারণেই যুদ্ধবিরতির পক্ষে রাশিয়ানদের ঝোঁক বাড়ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

একদিকে যখন পুতিনের মসনদের টালমাটাল পরিস্থিতি, এরই মধ্যে বড় বিপদের সম্মুখীন হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাঁচ ধাপ সিঁড়ি থেকে মাটিতে পড়ে গেছেন পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : অবশেষে মাথা নত ইরান সরকারের, হিজাব আইনে বদলের ইঙ্গিত

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *