নিউজ ডেস্ক: অবশেষে দলের সভাপতি নির্বাচনের দিন ঘোষণা করল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ১৭ অক্টোবর নির্বাচন। ফল ঘোষণা ১৯ অক্টোবর। জানালেন কে সি বেনুগোপাল।
কংগ্রেস সূত্রের খবর, দলের পক্ষ থেকে ২২ সেপ্টম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। সর্বসম্মতি ক্রমে কেউ সভাপতি মনোনীত হলে বা একাধিক প্রার্থী না থাকলে ভোটের প্রয়োজন হবে না।
রবিবারের বৈঠকের কথা আগেই জানানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। সেই অনুয়ায়ী এদিন বৈঠকে বসেছিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। ভার্চুয়াল এই বৈঠকে বিদেশ থেকেই যোগ দিয়েছিলেন সনিয়া।
তিনিই এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে যোগ দিয়েছিলেন, রাহুল, প্রিয়ঙ্কা, মনমোহন সিংহ, কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। এছাড়াও এই বৈঠকে যোগ দিয়েছিলেন, রাজস্থান ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল রবিবার সকালেই টুইট করে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি বিদেশে আছেন। দলের স্থায়ী সভাপতি নির্বাচনের জন্য ভোটের দিনক্ষণ ঠিক করতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। দলনেত্রী ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দেবেন।
আরও পড়ুন: MA Khan: আজাদের পর ‘হাত’ ছাড়লেন তেলঙ্গনার কংগ্রেস নেতা
সম্প্রতি রাহুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেসের সঙ্গ ছেড়েছেন গুলাম নবি আজাদ। অন্যদিকে রাহুলকেই কংগ্রেসের সভাপতি পদ নেওয়ার জন্য জোর করবেন বলে জানিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। তবে এখনও পর্যন্ত যা খবর, রাহুল দলের দায়িত্ব নিতে রাজি নয়।
অন্যদিকে শারীরিক অসুস্থার কারণে দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন সনিয়াও। সেই কারণেই গান্ধি পরিবারের বাইরে কাউকে কংগ্রেস সভাপতির পদে বসাতে চাইছেন দলনেত্রী। সে ক্ষেত্রে সনিয়ার পছন্দের প্রার্থী অশোক গেহলট। অবশ্য সেই জল্পনার কথা উড়িয়ে দিয়ে গেহলত জানান, তিনি রাহুলকেই সভাপতি হিসাবে দেখতে চান।
Leave a Reply