বামেদের প্রশংসা করতে গিয়ে একি বললেন শুভেন্দু!

নিউজ ডেস্ক: বামেদের প্রশংসা করতে গিয়ে একি বললেন শুভেন্দু! বামপন্থীরা ভোট না দিলে একুশের বিধানসভা নির্বাচনে জিততে পারতেন না তিনি! নন্দীগ্রাম দিবসের দিন বামেদের প্রশংসা করতে গিয়ে কার্যত তিনি মেনেই নিলেন বাম-বিজেপি আঁতাঁতের কথা।

রাজ্যের শাসক দল তৃণমূল এতদিন বলে আসছিল বাম-বিজেপির হাত ধরাধরি করে চলার কথা। যদিও বাম এবং বিজেপি দুই দলই তৃণমূলের কথা উড়িয়ে দিয়েছিল। বামেরা তৃণমূলকে কটাক্ষ করে ‘বিজেমূল’ বলে কটাক্ষ করতেও ছাড়েনি।

অন্যদিকে সিপিএমের একাধিক নেতা দাবি করেছিলেন মোদি এবং মমতার সেটিং-এর কথা। কিন্তু এদিন শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন, বামেদের ভোট বিজেপির দিকে না এলে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি জিততে পারতেন না।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে খুব অল্প ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হার মানতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ওই বিধানসভার ভোটের ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন: শরীর ভালো নেই, জানিয়েও জামিন পেলেন না পার্থ-অর্পিতা

এদিন তিনি বলেন, “অনেক বামপন্থীই আমাদের সঙ্গে এসেছেন। নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁরা ভোট দিয়েছেন বলে আমি জিতেছি। আমি তা অকপটে স্বীকার করি।’

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,” বিজেপির কারও সাহায্যের প্রয়োজন হয় না। বিজেপি একাই নির্বাচন জিততে পারে। ওটা তৃণমূলের সংস্কৃতি।” 

দিলীপ ঘোষের এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুভেন্দুকে ঘুরিয়ে কটাক্ষই করলেন দিলীপ।