CPIM

Loksabha Election 2024: কৃষ্ণনগরের বুথে বুথে আক্রান্ত বাম কর্মীরা

ইউ এন লাইভ নিউজ: চতুর্থ দফায় বঙ্গে মোট ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকেই কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন বুথে দফায় দফায় অশান্তিতে আহত একাধিক সিপিএম কর্মী।

আজ সকালে তেহট্টের থানারপাড়া থানা এলাকায় একটি বুথে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুইপক্ষের মধ্যে ঝামেলার পর শুরু হয় হাতাহাতি। সেই বচসা থেকেই মাথা ফেটে যায় এক বাম কর্মীর। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে থানারপাড়া থানার পুলিশ।

অন্যদিকে নাকাশিপাড়া আড়ারবেঘিয়া গ্রামের একটি বুথের পাশে সিপিএম কর্মীদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অশান্তি তার চরম পর্যায়ে পৌঁছালে সিপিএম এবং টিএমসি কর্মীরা একে অপরের সঙ্গে মারপিটে জড়ায়। তাতে মাথা ফাটে এক বাম কর্মীর। যদিও দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।

এছাড়াও চাপড়ায় এক সিপিএম এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।